ডার্ক মোড আনার আরও কাছে ফেইসবুক


চলতি বছরের শুরুর দিকেই ডার্ক মোড ফিচার এনেছে ফেইসবুক ম্যাসেঞ্জার অ্যাপ।

স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় করায় দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে ফিচারটি। সেই ধারাবাহিকতায় ফেইসবুক অ্যাপেও আনার চেষ্টা চলছে ডার্ক মোড ফিচার।

বিশ্ব প্রযুক্তি গবেষক জেন মানচুং ওন তেমনটাই নিশ্চিত করে এবার বলেছেন, ফেইসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ডার্ক মোড ফিচার চালু করার দারপ্রান্তে পৌঁছেছে।

যদিও তিনি নিশ্চিত করে বলছেন না কবে নাগাদ ফেইসবুক তাদের সেই কাঙ্খিত ফিচারটি চালু করতে পারবে।

আরেকটি নোটে জেন অবশ্য কিছুদিন আগে বলেছিলেন, তিনি ফেইসবুকের ডার্ক মোড ফিচারের কিছু থিম যুক্ত করা একটি টেক্সট দেখেছেন। তবে সেটাকে তিনি একেবারে ডার্ক মোড উন্নয়নের শুরুর ধাপ হিসেবে বর্ণনা করেছিলেন।

ফেইসবুক অবশ্য ডার্ক মোড চালুর বিষয়ে কোন মন্তব্য করতে চায়নি।

গত সপ্তাহে ফেইসবুক যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ম্যাসেঞ্জার আনার নতুন ডিজাইন প্রকাশ করেছে। যদিও সেটি অনেক বাবা-মা সেটিকে অনুমোদন করেনি।

Komentar (0)

Post a Comment