খবরের লিঙ্ক দেখাতে ৩০ লাখের চুক্তি করবে ফেইসবুক


খবর পড়ার জন্য ফেইসবুকে আলাদা একটি ট্যাব চালু হচ্ছে।

এই ট্যাবে নামী দামি সংবাদ মাধ্যমের খবরের লিঙ্ক মিলবে। নিউজ ট্যাবটিতে খবর প্রচার করতে প্রকাশকদেরকে বছরে তিন মিলিয়ন ডলার পর্যন্ত লাইসেন্স ফি দেবে ফেইসবুক।

এ সংক্রান্ত চুক্তি করতে ইতোমধ্যে ব্লুমবার্গ, দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ওয়ালস্ট্রিট জার্নালের সঙ্গে আলোচনা করেছে ফেইসবুক। কোনো কোনো প্রকাশকের সঙ্গে ৩ বছর মেয়াদি চুক্তিও করছে ফেইসবুক।

কিভাবে ফেইসবুকে তাদের খবরের লিঙ্ক প্রদর্শিত হবে তা নির্ধারণ করার সুযোগ পাবেন এই প্রকাশকরা। লিঙ্কে ক্লিক করার আগে পুরো খবর দেখা যাবে নাকি শুধু হেড লাইন ও ভিতরের অংশ কতোটুকু দেখা যাবে তাও ঠিক করতে পারবেন তারা।

আলাদা নিউজ ট্যাবটি চালু হবে বছরের শেষ দিকে। বছরের শুরুতে অ্যাপল সাবস্ক্রিপশনভিক্তিক সেবা অ্যাপল প্লাস চালু করে। এর পরই ফেইসবুকে আলাদা নিউজ ট্যাব চালু করা হবে বলে জানান ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। অ্যাপল নিউজ প্লাস ব্যবহারে মাসিক ফি গুণতে হলেও নিউজ ট্যাবের খবরগুলো ফ্রিতেই পড়া যাবে।

Komentar (0)

Post a Comment