বিমানে ম্যাকবুক বহনে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা


বিমানের ফ্লাইটে নির্দিষ্ট কিছু মডেলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

কিছুদিন আগেই অ্যাপল তাদের নির্দিষ্ট মডেলের ম্যাকবুক প্রোর ব্যাটারির ত্রুটির কারণে ফেরত চেয়েছে। সেসব ডিভাইসে আগুন লাগার ঝুঁকি থাকায় তা ফ্লাইটে বহনে নিষেধাজ্ঞা জানায় এফএএ।

রয়টার্সের এক ইমেইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, কিছু অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপের ব্যাটারি ত্রুটির কারণে ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি আমরা জানি। এয়ারলাইনগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

চলতি বছরের জুনে ১৫ ইঞ্চি কিছু ম্যাকবুক প্রো ফেরত নেওয়া হবে বলে জানিয়েছে অ্যাপল। ডিভাইসগুলোর ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ইউনিটগুলো বিক্রি করা হয়েছে।

বিমানে এভাবে ম্যাকবুক প্রো নিষিদ্ধের ব্যাপারে কোন মন্তব্য করতে চায়নি অ্যাপল কর্তৃপক্ষ।

Komentar (0)

Post a Comment