Shortcodes added for different functions
Shortcodes added for different functions
Mis a capital letter used as a decorative element at the beginning of any paragraph or section. The size of the descending limit is usually two or more lines.The drop cap will resize the first letter of the paragraph so that it drops one or more lines down. Many types of print media use drop caps such as books, magazines, newspapers and so on because they can add to the visual appeal.
Table (Mobile responsive)
The tables in this theme is set to support mobile responsiveness, for example if the number of columns or the width of the table exceeds the width of screen resolution, it wont appear distorted, the table will automatically have a scroll function.Please open this article on your mobile device and scroll to the table section:
No | Full Name | Position | Office | Salary |
---|---|---|---|---|
1 | Angelica Ramos | Chief Executive | San Francisco | $162,700 |
2 | Brenden Wagner | Software Engineer | Los Angeles | $1,200,000 |
3 | Caesar Vance | Sales Assistant | San Antonio | $372,000 |
4 | Donna Snider | Team Leader | Colorado Springs | $433,060 |
Blockquote
Before you criticize someone, you should walk a mile in their shoes. That way when you criticize them, you are a mile away from them and you have their shoes.
— Jack Handey
Note to users
Through this block you can share any important message, news or update with your blog users.
Warning!
This is another block through which can share any warning or urgent update with your blog users.
Accordion Menu
Accordion_first_title
Epcot is a theme park at Walt Disney World Resort featuring exciting attractions, international pavilions, award-winning fireworks and seasonal special events.
Accordion_second_title
Epcot is a theme park at Walt Disney World Resort featuring exciting attractions, international pavilions, award-winning fireworks and seasonal special events.
Accordion_third_title
Epcot is a theme park at Walt Disney World Resort featuring exciting attractions, international pavilions, award-winning fireworks and seasonal special events.
Accordion_fourth_title (alt)
Epcot is a theme park at Walt Disney World Resort featuring exciting attractions, international pavilions, award-winning fireworks and seasonal special events.
Multi Tabs inside post area
This format is used to write HTML, CSS, JavaScript or any code inside post area, usually used for blogs with coding themes or blogging tutorials.Here's an example of how it looks:
<!DOCTYPE html>
<html dir='ltr' lang='en'>
<head>
<title>Sample Page</title>
</head>
<!--[ <body> open ]-->
<body>
<p>Sample content here!</p>
</body>
<!--[ </body> close ]-->
</html>
/* Standar CSS */
::selection{color:#fff;background:var(--linkC)}
*, ::after, ::before{-webkit-box-sizing:border-box;box-sizing:border-box}
h1, h2, h3, h4, h5, h6{margin:0;font-weight:700;font-family:var(--fontH);color:var(--headC)}
h1{font-size:1.9rem}
h2{font-size:1.7rem}
h3{font-size:1.5rem}
h4{font-size:1.4rem}
h5{font-size:1.3rem}
h6{font-size:1.2rem}
a{color:var(--linkC);text-decoration:none}
a:hover{opacity:.9;transition:opacity .1s}
JS here
External Link
Sample_external_linkStandard Button
Standard_buttonButton with border
DownloadButton with background color and download icon
DownloadAnother Button with available icon
DemoTwo Buttons in one row
Lazy Youtube
We have set lazy load to your youtube videos, through which we can improve page loading speed for your blog.
Hewled Packard Steel body Laptop
Paragraph product description
Create a super cool meltdown text for a typeface in this premium gig tool. Have fun with your imagination and artistic skills. Learn how to create glows and a liquid drip effect for text in this post. You will learn the techniques which I used to create beautiful post effects. We will walk you through the process that he has used in one of the design projects I finished recently.Unordered list
- Maecenas ullamcorper est et massa condimentum.
- Vestibulum sed massa vel ipsum imperdiet nisl.
- Etiam nec massa lectus faucibus congue in nunc.
- Mauris eget diam magna in blandit turpis.
Ordered list
- Maecenas ullamcorper est et massa condimentum.
- Vestibulum sed massa vel ipsum imperdiet nisl.
- Etiam nec massa lectus faucibus congue in nunc.
- Mauris eget diam magna in blandit turpis.
Sofa cushion in different colors with armrest
Paragraph product description
Create a super cool meltdown text for a typeface in this premium gig tool. Have fun with your imagination and artistic skills. Learn how to create glows and a liquid drip effect for text in this post. You will learn the techniques which I used to create beautiful post effects. We will walk you through the process that he has used in one of the design projects I finished recently.Unordered list
- Maecenas ullamcorper est et massa condimentum.
- Vestibulum sed massa vel ipsum imperdiet nisl.
- Etiam nec massa lectus faucibus congue in nunc.
- Mauris eget diam magna in blandit turpis.
Ordered list
- Maecenas ullamcorper est et massa condimentum.
- Vestibulum sed massa vel ipsum imperdiet nisl.
- Etiam nec massa lectus faucibus congue in nunc.
- Mauris eget diam magna in blandit turpis.
করোনায় লম্বা হলো ইন্টারনেট অফার
করোনাভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া গ্রাহকের প্রয়োজন বুঝে মোবাইল ফোন অপারেটরগুলো ডেটা অফারে বৈচিত্র্য এনেছে।
এ সময়ে গ্রাহকদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করছেন। ঘরে থাকা এসব গ্রাহকের কথা মাথায় রেখে অপারেটরগুলো বিভিন্ন অফার সাজিয়েছে লম্বা মেয়াদ ও বড় প্যাকে।
অপারেটরগুলো জানিয়েছে, তাদের প্রান্তে ডেটার ব্যবহারও ২৫ শতাংশের মতো বেড়েছে। তবে নানা কারণে তাদের আয় ২০ শতাংশের মতো কমে গেছে।
মাত্র কিছু দিন আগেও অপারেটরগুলোর অধিকাংশ প্যাকেজ মেগাবাইটের (এমবি) হিসাবে থাকলেও এখন সেটি গিগাবাইট বা জিবিতে চলে গিয়েছে।
তাছাড়া অপারেটরগুলো কয়েক দিনের অফার এখন কয়েক সপ্তাহ এমন কী মাস পেরিয়ে আরও দীর্ঘ মেয়াদে রূপান্তর করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত করোনা পরিস্থিতির কারণে অপারেটগুলোর প্যাকেজে এমন পরিবর্তন আনা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এ সময়ে অনেক অফিসের কর্মীরা ঘরে বসে অনলাইনে কাজ করছেন। তাছাড়া যারা কাজের মধ্যে নেই তারাও অখণ্ড অবসরে বিনোদনের জন্য কিংবা অন্যদের সঙ্গে যোগাযোগে নির্ভর করছেন ইন্টারনেটর ওপর।
এর বাইরে হরদম চলছে অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, ফেসবুক ও ইউটিউবের ব্যবহার। নানা রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও চ্যাটিংও চলছে দেদার।
বড় প্যাকেজে বেশি ডেটার ব্যবহার হওয়ায় এসব প্রয়োজন বিবেচনা করে মূলত অপারেটরগুলো লম্বা সময় ও বড় ভলিউমের প্যাকেজ সাজিয়েছে।
অপারেটরগুলোর প্যাকেজগুলোতে এখন দেখা মিলছে ৩০ বা ৪০ জিবি’র ডেটা অফারের। আগে শুধু রাষ্ট্রায়ত্ত টেলিটকে বড় ভলিউমের ডেটা প্যাকের অফার থাকলেও এখন অন্য অপারেটরগুলোও এমন অফার বেশ দিচ্ছে দেখা যাচ্ছে। ফলে ডেটার গড় মূল্যও কমেছে।
মোবাইল অপারেটরগুলোর ফেসবুক পেইজ থেকে যেমন বড় ভলিউমের ডেটা প্যাকের বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তেমনি এসএমএস দিয়েও নিজেদের প্রচারণা চালাচ্ছে তারা।
জানা গেছে, ২৫ মার্চের পর দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ছিল এক হাজার ৪০০ জিবিপিএস সেখানে মাত্র ১৫ দিনের ব্যবধানে তা চলে আসে এক হাজার ৫৫৮ জিবিপিএসে।
গত শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্টও দেন।
এর আগে মন্ত্রী জানান, অপারেটরগুলোকে ইন্টারনেট ডেটার মূল্য কমানোর জন্য তারা অনুরোধ করেন। সে অনুসারে তারা মূল্য অনেকটা কমিয়েছে বলেও জেনেছেন।
জেডএ/আরআর/১২ এপ্রিল/২০২০/১৪.৩২
করোনাভাইরাসের কারণে ঘরবন্দী হয়ে পড়া গ্রাহকের প্রয়োজন বুঝে মোবাইল ফোন অপারেটরগুলো ডেটা অফারে বৈচিত্র্য এনেছে।
এ সময়ে গ্রাহকদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করছেন। ঘরে থাকা এসব গ্রাহকের কথা মাথায় রেখে অপারেটরগুলো বিভিন্ন অফার সাজিয়েছে লম্বা মেয়াদ ও বড় প্যাকে।
অপারেটরগুলো জানিয়েছে, তাদের প্রান্তে ডেটার ব্যবহারও ২৫ শতাংশের মতো বেড়েছে। তবে নানা কারণে তাদের আয় ২০ শতাংশের মতো কমে গেছে।
মাত্র কিছু দিন আগেও অপারেটরগুলোর অধিকাংশ প্যাকেজ মেগাবাইটের (এমবি) হিসাবে থাকলেও এখন সেটি গিগাবাইট বা জিবিতে চলে গিয়েছে।
তাছাড়া অপারেটরগুলো কয়েক দিনের অফার এখন কয়েক সপ্তাহ এমন কী মাস পেরিয়ে আরও দীর্ঘ মেয়াদে রূপান্তর করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত করোনা পরিস্থিতির কারণে অপারেটগুলোর প্যাকেজে এমন পরিবর্তন আনা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এ সময়ে অনেক অফিসের কর্মীরা ঘরে বসে অনলাইনে কাজ করছেন। তাছাড়া যারা কাজের মধ্যে নেই তারাও অখণ্ড অবসরে বিনোদনের জন্য কিংবা অন্যদের সঙ্গে যোগাযোগে নির্ভর করছেন ইন্টারনেটর ওপর।
এর বাইরে হরদম চলছে অনলাইন মিটিং, অনলাইন ক্লাস, ফেসবুক ও ইউটিউবের ব্যবহার। নানা রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও চ্যাটিংও চলছে দেদার।
বড় প্যাকেজে বেশি ডেটার ব্যবহার হওয়ায় এসব প্রয়োজন বিবেচনা করে মূলত অপারেটরগুলো লম্বা সময় ও বড় ভলিউমের প্যাকেজ সাজিয়েছে।
অপারেটরগুলোর প্যাকেজগুলোতে এখন দেখা মিলছে ৩০ বা ৪০ জিবি’র ডেটা অফারের। আগে শুধু রাষ্ট্রায়ত্ত টেলিটকে বড় ভলিউমের ডেটা প্যাকের অফার থাকলেও এখন অন্য অপারেটরগুলোও এমন অফার বেশ দিচ্ছে দেখা যাচ্ছে। ফলে ডেটার গড় মূল্যও কমেছে।
মোবাইল অপারেটরগুলোর ফেসবুক পেইজ থেকে যেমন বড় ভলিউমের ডেটা প্যাকের বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তেমনি এসএমএস দিয়েও নিজেদের প্রচারণা চালাচ্ছে তারা।
জানা গেছে, ২৫ মার্চের পর দেশে মোট ব্যান্ডউইথের ব্যবহার ছিল এক হাজার ৪০০ জিবিপিএস সেখানে মাত্র ১৫ দিনের ব্যবধানে তা চলে আসে এক হাজার ৫৫৮ জিবিপিএসে।
গত শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্টও দেন।
এর আগে মন্ত্রী জানান, অপারেটরগুলোকে ইন্টারনেট ডেটার মূল্য কমানোর জন্য তারা অনুরোধ করেন। সে অনুসারে তারা মূল্য অনেকটা কমিয়েছে বলেও জেনেছেন।
জেডএ/আরআর/১২ এপ্রিল/২০২০/১৪.৩২
ডেভেলপারের প্রতারণায় প্রথম মামলা ফেইসবুকের
দুই অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা করেছে ফেইসবুক।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, ফেইসবুক অ্যাডে ভুয়া ক্লিক বাড়াতে অ্যাপগুলো ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ইন্সটল করেছে।
অ্যাপগুলোর নির্মাতা প্রতিষ্ঠান হলো হংকংভিত্তিক লায়নমোবি ও সিঙ্গাপুরভিত্তিক জেডিমোবি। ছদ্মবেশী অ্যাপগুলো তৈরি করে তারা প্রচার করে- এগুলো দিয়ে ফোনের স্টোরেজ খালি করা, ব্যাটারি লাইফ দীর্ঘ করা, নোট লেখা ও ভাইরাস স্ক্যানিংয়ের কাজ করা যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত অ্যাপের বিজ্ঞাপন চালানো হচ্ছে ফেইসবুকে। এটা ফেইসবুকের নীতিমালার লঙ্ঘন। এই ধরণের কোনো ঘটনায় মামলা করার নজির এটাই প্রথম।
ফেইসবুক থেকে সরানো হলেও গুগল প্লে স্টোরে রয়ে গেছে অ্যাপগুলো। ইতোমধ্যে কয়েক লাখবার ডাউনলোডও করা হয়েছে।
তবে ফেইসবুক অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই কিছু ব্যবহারকারী রিভিউ সেকশনে অ্যাপগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন। গুগল প্লে স্টোরে এক ব্যবহারকারী লেখেন, ম্যালওয়্যার। ব্যবহার বন্ধ রাখলেও ডেক্সটপে আপনাকে বিজ্ঞাপন দেখাবে।
কিছু ব্যবহারকারী অভিযোগ করেন, অ্যাপ সম্পর্কিত তাদের নেগেটিভ রিভিউ কমেন্ট সেকশন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।
অন্য এক ব্যবহারকারী লেখেন, অ্যাপটির কাজ স্টোরেজ খালি করা। হচ্ছে উল্টোটা। অ্যাপটির কারণে ফোনের গতি কমে
দুই অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা করেছে ফেইসবুক।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে তারা জানিয়েছে, ফেইসবুক অ্যাডে ভুয়া ক্লিক বাড়াতে অ্যাপগুলো ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ইন্সটল করেছে।
অ্যাপগুলোর নির্মাতা প্রতিষ্ঠান হলো হংকংভিত্তিক লায়নমোবি ও সিঙ্গাপুরভিত্তিক জেডিমোবি। ছদ্মবেশী অ্যাপগুলো তৈরি করে তারা প্রচার করে- এগুলো দিয়ে ফোনের স্টোরেজ খালি করা, ব্যাটারি লাইফ দীর্ঘ করা, নোট লেখা ও ভাইরাস স্ক্যানিংয়ের কাজ করা যাবে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত অ্যাপের বিজ্ঞাপন চালানো হচ্ছে ফেইসবুকে। এটা ফেইসবুকের নীতিমালার লঙ্ঘন। এই ধরণের কোনো ঘটনায় মামলা করার নজির এটাই প্রথম।
ফেইসবুক থেকে সরানো হলেও গুগল প্লে স্টোরে রয়ে গেছে অ্যাপগুলো। ইতোমধ্যে কয়েক লাখবার ডাউনলোডও করা হয়েছে।
তবে ফেইসবুক অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই কিছু ব্যবহারকারী রিভিউ সেকশনে অ্যাপগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন। গুগল প্লে স্টোরে এক ব্যবহারকারী লেখেন, ম্যালওয়্যার। ব্যবহার বন্ধ রাখলেও ডেক্সটপে আপনাকে বিজ্ঞাপন দেখাবে।
কিছু ব্যবহারকারী অভিযোগ করেন, অ্যাপ সম্পর্কিত তাদের নেগেটিভ রিভিউ কমেন্ট সেকশন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।
অন্য এক ব্যবহারকারী লেখেন, অ্যাপটির কাজ স্টোরেজ খালি করা। হচ্ছে উল্টোটা। অ্যাপটির কারণে ফোনের গতি কমে
মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ কল শোনার অভিযোগ
এবার মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ ব্যবহারকারীদের কথোপকথন শোনার অভিযোগ উঠেছে ।
ট্রান্সলেশন সফটওয়্যারের মাধ্যমে অনুবাদ করা কথোপকথন শুনে থাকেন মাইক্রোসফটের নিয়োগকৃত থার্ড পার্টি প্রতিষ্ঠানের কর্মীরা। এর মাধ্যমে অনুবাদগুলোর যথার্থতা যাচাই করেন তারা।
প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডের জানিয়েছে, অনুবাদ করা স্কাইপ কলের কথোপকথনের অডিও রেকর্ড তারা পেয়েছে। রেকর্ডটি এক প্রেমিক যুগলের। সেখানে সম্পর্কের নানা সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদেরকে কথা বলতে শোনা যায়।
মাদারবোর্ড আরও জানিয়েছে, চুক্তি ভিত্তিতে কাজ করা কর্মীরা মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানাকে দেওয়া ভয়েস কমান্ডও শুনে থাকেন।
এ বিষয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ভয়েস ডেটা সংগ্রহ করা হয়।
ব্যবহারকারীদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েই অনুবাদের মান যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। যেমন পরিচয় বা কথোপকথন গোপন রাখতে আমরা তাদের সঙ্গে চুক্তিও করি।
থার্ড পার্টি প্রতিষ্ঠান তাদের হয়ে কাজ করবে- এটা মাইক্রোসফটের নীতিমালায় স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বদলে কোনো ব্যক্তি এই কথোপকথন শুনবে তা বলা হয়নি নীতিমালায়।
এবার মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ ব্যবহারকারীদের কথোপকথন শোনার অভিযোগ উঠেছে ।
ট্রান্সলেশন সফটওয়্যারের মাধ্যমে অনুবাদ করা কথোপকথন শুনে থাকেন মাইক্রোসফটের নিয়োগকৃত থার্ড পার্টি প্রতিষ্ঠানের কর্মীরা। এর মাধ্যমে অনুবাদগুলোর যথার্থতা যাচাই করেন তারা।
প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডের জানিয়েছে, অনুবাদ করা স্কাইপ কলের কথোপকথনের অডিও রেকর্ড তারা পেয়েছে। রেকর্ডটি এক প্রেমিক যুগলের। সেখানে সম্পর্কের নানা সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদেরকে কথা বলতে শোনা যায়।
মাদারবোর্ড আরও জানিয়েছে, চুক্তি ভিত্তিতে কাজ করা কর্মীরা মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানাকে দেওয়া ভয়েস কমান্ডও শুনে থাকেন।
এ বিষয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ভয়েস ডেটা সংগ্রহ করা হয়।
ব্যবহারকারীদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েই অনুবাদের মান যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। যেমন পরিচয় বা কথোপকথন গোপন রাখতে আমরা তাদের সঙ্গে চুক্তিও করি।
থার্ড পার্টি প্রতিষ্ঠান তাদের হয়ে কাজ করবে- এটা মাইক্রোসফটের নীতিমালায় স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বদলে কোনো ব্যক্তি এই কথোপকথন শুনবে তা বলা হয়নি নীতিমালায়।
এবার মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ ব্যবহারকারীদের কথোপকথন শোনার অভিযোগ উঠেছে ।
ট্রান্সলেশন সফটওয়্যারের মাধ্যমে অনুবাদ করা কথোপকথন শুনে থাকেন মাইক্রোসফটের নিয়োগকৃত থার্ড পার্টি প্রতিষ্ঠানের কর্মীরা। এর মাধ্যমে অনুবাদগুলোর যথার্থতা যাচাই করেন তারা।
প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডের জানিয়েছে, অনুবাদ করা স্কাইপ কলের কথোপকথনের অডিও রেকর্ড তারা পেয়েছে। রেকর্ডটি এক প্রেমিক যুগলের। সেখানে সম্পর্কের নানা সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদেরকে কথা বলতে শোনা যায়।
মাদারবোর্ড আরও জানিয়েছে, চুক্তি ভিত্তিতে কাজ করা কর্মীরা মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানাকে দেওয়া ভয়েস কমান্ডও শুনে থাকেন।
এ বিষয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ভয়েস ডেটা সংগ্রহ করা হয়।
ব্যবহারকারীদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েই অনুবাদের মান যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। যেমন পরিচয় বা কথোপকথন গোপন রাখতে আমরা তাদের সঙ্গে চুক্তিও করি।
থার্ড পার্টি প্রতিষ্ঠান তাদের হয়ে কাজ করবে- এটা মাইক্রোসফটের নীতিমালায় স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বদলে কোনো ব্যক্তি এই কথোপকথন শুনবে তা বলা হয়নি নীতিমালায়।
অ্যাপে ঝুঁকছেন বলিউড তারকারা
সামাজিক মাধ্যমে সক্রিয় বলিউড তারকারা এখন নিজেদের অ্যাপ আনার দিকে নজর দিচ্ছেন।
ইতোমধ্যে বেশকিছু তারকা নিজেদের অ্যাপ এনেছেন। আলিয়া ভাট, সোনম কাপুর, শিল্পা শেঠী, তাপসি পান্নু, সানি লিয়ন এবং গায়ক সান তাদের অ্যাপ এনে সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হয়েছেন।
এসব অ্যাপ দিয়ে তারা টুইটার, ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করেন। থাকেন সেসব মাধ্যমে সক্রিয়। আর অনুসারীদের সঙ্গে মিথষ্ক্রিয়া করেন।
এবার অ্যাপ আনার ক্ষেত্রে যোগ হেয়ছে বলিউডের নামকরা প্রযোজক শ্রেয়াস তালপাদে।
তাদের ভাষ্য, অ্যাপ থাকলে সহজেই অনুসারীদের সঙ্গে সক্রিয় থাকা যায়। আর তারাও একটা নির্দিষ্ট জায়গা পান।
শ্রেয়াস তালপাদে বলেন, আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার অনুসারী যা চান তার সবকিছু তাদের দিতে পারছেন কিনা। যদি সেটা দিতে চান তবে বর্তমান সময়ে অ্যাপের বিকল্প নেই। কারণ সবার হাতেই স্মার্টফোন।
শ্রেয়াস বলেন, আমার অ্যাপ থেকে নতুন অভিনেতার খোঁজও করছি। অডিশনের জন্য তাদের ডেকেছি, কথা বলেছি। অ্যাপ থেকেই আবার অভিনয়ের বিষয়ে অনেকেই টিপস নেন। যেটা আমি খুব আনন্দ নিয়ে তাদের দিয়ে থাকি।
ডিজিটাল মিডিয়ায় অনেক সক্রিয় সানি লিয়ন। তিনি বলেন, আপনি যদি অনুসারীদের খুব ভালো কনটেন্ট দিতে পারেন তবে তারা আপনার দিকেই ঝুঁকবে।
তাই নিজের প্রতিষ্ঠান সানসিটি প্রাইভেট লিমিটেড থেকে এমনটা চেষ্টা করা হয়েছে বলে জানান এই বলি তারকা।
হাল আমলে খুব ভালো কিছু চলচ্চিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন তাপসি পান্নু। তিনিও অনুসারীদের ভালো কিছু উপহার দিতেই অ্যাপ এনেছেন বলে জানান।
পান্নু বলেন, আমি আসলে এমনটা কখনো মনেই করিনি নিজের অ্যাপ থাকতে হবে। কিন্তু যখন দেখলাম অ্যাপ দিয়ে খুব সহজেই ফ্যানদের কাছে যাওয়া যাচ্ছে। তাই আর একটুও দেরি করিনি।
শুধু যে হাল আমলের তারকারাই এমন অ্যাপের দিকে ঝুঁকছেন তা নয়, আগের দিনের অনেক তারকা এখন নিজেদের অ্যাপ আনার জন্য কাজ করছেন বলে প্রতিবেদনে বলেছে আউটলুক ইন্ডিয়া।
সামাজিক মাধ্যমে সক্রিয় বলিউড তারকারা এখন নিজেদের অ্যাপ আনার দিকে নজর দিচ্ছেন।
ইতোমধ্যে বেশকিছু তারকা নিজেদের অ্যাপ এনেছেন। আলিয়া ভাট, সোনম কাপুর, শিল্পা শেঠী, তাপসি পান্নু, সানি লিয়ন এবং গায়ক সান তাদের অ্যাপ এনে সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হয়েছেন।
এসব অ্যাপ দিয়ে তারা টুইটার, ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করেন। থাকেন সেসব মাধ্যমে সক্রিয়। আর অনুসারীদের সঙ্গে মিথষ্ক্রিয়া করেন।
এবার অ্যাপ আনার ক্ষেত্রে যোগ হেয়ছে বলিউডের নামকরা প্রযোজক শ্রেয়াস তালপাদে।
তাদের ভাষ্য, অ্যাপ থাকলে সহজেই অনুসারীদের সঙ্গে সক্রিয় থাকা যায়। আর তারাও একটা নির্দিষ্ট জায়গা পান।
শ্রেয়াস তালপাদে বলেন, আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার অনুসারী যা চান তার সবকিছু তাদের দিতে পারছেন কিনা। যদি সেটা দিতে চান তবে বর্তমান সময়ে অ্যাপের বিকল্প নেই। কারণ সবার হাতেই স্মার্টফোন।
শ্রেয়াস বলেন, আমার অ্যাপ থেকে নতুন অভিনেতার খোঁজও করছি। অডিশনের জন্য তাদের ডেকেছি, কথা বলেছি। অ্যাপ থেকেই আবার অভিনয়ের বিষয়ে অনেকেই টিপস নেন। যেটা আমি খুব আনন্দ নিয়ে তাদের দিয়ে থাকি।
ডিজিটাল মিডিয়ায় অনেক সক্রিয় সানি লিয়ন। তিনি বলেন, আপনি যদি অনুসারীদের খুব ভালো কনটেন্ট দিতে পারেন তবে তারা আপনার দিকেই ঝুঁকবে।
তাই নিজের প্রতিষ্ঠান সানসিটি প্রাইভেট লিমিটেড থেকে এমনটা চেষ্টা করা হয়েছে বলে জানান এই বলি তারকা।
হাল আমলে খুব ভালো কিছু চলচ্চিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন তাপসি পান্নু। তিনিও অনুসারীদের ভালো কিছু উপহার দিতেই অ্যাপ এনেছেন বলে জানান।
পান্নু বলেন, আমি আসলে এমনটা কখনো মনেই করিনি নিজের অ্যাপ থাকতে হবে। কিন্তু যখন দেখলাম অ্যাপ দিয়ে খুব সহজেই ফ্যানদের কাছে যাওয়া যাচ্ছে। তাই আর একটুও দেরি করিনি।
শুধু যে হাল আমলের তারকারাই এমন অ্যাপের দিকে ঝুঁকছেন তা নয়, আগের দিনের অনেক তারকা এখন নিজেদের অ্যাপ আনার জন্য কাজ করছেন বলে প্রতিবেদনে বলেছে আউটলুক ইন্ডিয়া।
সামাজিক মাধ্যমে সক্রিয় বলিউড তারকারা এখন নিজেদের অ্যাপ আনার দিকে নজর দিচ্ছেন।
ইতোমধ্যে বেশকিছু তারকা নিজেদের অ্যাপ এনেছেন। আলিয়া ভাট, সোনম কাপুর, শিল্পা শেঠী, তাপসি পান্নু, সানি লিয়ন এবং গায়ক সান তাদের অ্যাপ এনে সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হয়েছেন।
এসব অ্যাপ দিয়ে তারা টুইটার, ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করেন। থাকেন সেসব মাধ্যমে সক্রিয়। আর অনুসারীদের সঙ্গে মিথষ্ক্রিয়া করেন।
এবার অ্যাপ আনার ক্ষেত্রে যোগ হেয়ছে বলিউডের নামকরা প্রযোজক শ্রেয়াস তালপাদে।
তাদের ভাষ্য, অ্যাপ থাকলে সহজেই অনুসারীদের সঙ্গে সক্রিয় থাকা যায়। আর তারাও একটা নির্দিষ্ট জায়গা পান।
শ্রেয়াস তালপাদে বলেন, আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার অনুসারী যা চান তার সবকিছু তাদের দিতে পারছেন কিনা। যদি সেটা দিতে চান তবে বর্তমান সময়ে অ্যাপের বিকল্প নেই। কারণ সবার হাতেই স্মার্টফোন।
শ্রেয়াস বলেন, আমার অ্যাপ থেকে নতুন অভিনেতার খোঁজও করছি। অডিশনের জন্য তাদের ডেকেছি, কথা বলেছি। অ্যাপ থেকেই আবার অভিনয়ের বিষয়ে অনেকেই টিপস নেন। যেটা আমি খুব আনন্দ নিয়ে তাদের দিয়ে থাকি।
ডিজিটাল মিডিয়ায় অনেক সক্রিয় সানি লিয়ন। তিনি বলেন, আপনি যদি অনুসারীদের খুব ভালো কনটেন্ট দিতে পারেন তবে তারা আপনার দিকেই ঝুঁকবে।
তাই নিজের প্রতিষ্ঠান সানসিটি প্রাইভেট লিমিটেড থেকে এমনটা চেষ্টা করা হয়েছে বলে জানান এই বলি তারকা।
হাল আমলে খুব ভালো কিছু চলচ্চিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন তাপসি পান্নু। তিনিও অনুসারীদের ভালো কিছু উপহার দিতেই অ্যাপ এনেছেন বলে জানান।
পান্নু বলেন, আমি আসলে এমনটা কখনো মনেই করিনি নিজের অ্যাপ থাকতে হবে। কিন্তু যখন দেখলাম অ্যাপ দিয়ে খুব সহজেই ফ্যানদের কাছে যাওয়া যাচ্ছে। তাই আর একটুও দেরি করিনি।
শুধু যে হাল আমলের তারকারাই এমন অ্যাপের দিকে ঝুঁকছেন তা নয়, আগের দিনের অনেক তারকা এখন নিজেদের অ্যাপ আনার জন্য কাজ করছেন বলে প্রতিবেদনে বলেছে আউটলুক ইন্ডিয়া।
চলতি বছরেই হংমেং ওএসের ফোন আনছে হুয়াওয়ে
চলতি বছরেই অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নতুন অপারেটিং সিস্টেমের ফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে।
ইতোমধ্যে ফোনটি নিয়ে পরীক্ষা চালিয়েছে হুয়াওয়ে। নতুন অপারেটিং সিস্টেমটির নাম হংমেং হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আর হংমেং অপারেটিং সিস্টেমের ঘোষণা চলতি সপ্তাহেই দিতে পারে চীনা জায়ান্টটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে খরবটি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর এটাই হচ্ছে হুয়াওয়ের জন্য সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত মে মাসে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়ের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়।
হুয়াওয়ে যে ডিভাইসটি নতুন অপারেটিং সিস্টেমে বাজারে ছাড়বে সেটির দাম হতে পারে দুই হাজার চাইনিজ ইউয়ান বা ২৮৮ মার্কিন ডলার। এটা স্মার্টফোন বাজারে একেবারে বাজেট ফোন হিসেবে নিয়ে আসছে হুয়াওয়ে।
নতুন অপারেটিং সিস্টেমে ডিভাইস আনার ব্যাপারে সোমবার পর্যন্ত কোন মন্তব্য করেনি হুয়াওয়ে।
এর আগে হুয়াওয়ে তাদের হংমেং অপারেটিং সিস্টেমটি নিয়ে আসার কথা জানালেও পরে আবার তারা কথা বদলে বলেছিল, সিস্টেমটি তারা ইন্টারনেট অব থিংকসের জন্য ব্যবহার করবে।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের অর্ধবার্ষিকীর আয়ের হিসাব প্রকাশ অনুষ্ঠানে জানায়, তারা এখনো গুগলের অপারেটিং সিস্টেমকেই গুরুত্ব দিচ্ছে। নিজেদের অপারেটিং সিস্টেমের জন্য একটা সুদূর প্রসারী চিন্তা করে রেখেছে।
চলতি বছরেই অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নতুন অপারেটিং সিস্টেমের ফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে।
ইতোমধ্যে ফোনটি নিয়ে পরীক্ষা চালিয়েছে হুয়াওয়ে। নতুন অপারেটিং সিস্টেমটির নাম হংমেং হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আর হংমেং অপারেটিং সিস্টেমের ঘোষণা চলতি সপ্তাহেই দিতে পারে চীনা জায়ান্টটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে খরবটি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর এটাই হচ্ছে হুয়াওয়ের জন্য সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত মে মাসে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়ের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়।
হুয়াওয়ে যে ডিভাইসটি নতুন অপারেটিং সিস্টেমে বাজারে ছাড়বে সেটির দাম হতে পারে দুই হাজার চাইনিজ ইউয়ান বা ২৮৮ মার্কিন ডলার। এটা স্মার্টফোন বাজারে একেবারে বাজেট ফোন হিসেবে নিয়ে আসছে হুয়াওয়ে।
নতুন অপারেটিং সিস্টেমে ডিভাইস আনার ব্যাপারে সোমবার পর্যন্ত কোন মন্তব্য করেনি হুয়াওয়ে।
এর আগে হুয়াওয়ে তাদের হংমেং অপারেটিং সিস্টেমটি নিয়ে আসার কথা জানালেও পরে আবার তারা কথা বদলে বলেছিল, সিস্টেমটি তারা ইন্টারনেট অব থিংকসের জন্য ব্যবহার করবে।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের অর্ধবার্ষিকীর আয়ের হিসাব প্রকাশ অনুষ্ঠানে জানায়, তারা এখনো গুগলের অপারেটিং সিস্টেমকেই গুরুত্ব দিচ্ছে। নিজেদের অপারেটিং সিস্টেমের জন্য একটা সুদূর প্রসারী চিন্তা করে রেখেছে।
চলতি বছরেই অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নতুন অপারেটিং সিস্টেমের ফোন বাজারে ছাড়বে হুয়াওয়ে।
ইতোমধ্যে ফোনটি নিয়ে পরীক্ষা চালিয়েছে হুয়াওয়ে। নতুন অপারেটিং সিস্টেমটির নাম হংমেং হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আর হংমেং অপারেটিং সিস্টেমের ঘোষণা চলতি সপ্তাহেই দিতে পারে চীনা জায়ান্টটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে খরবটি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার পর এটাই হচ্ছে হুয়াওয়ের জন্য সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত মে মাসে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়ের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়।
হুয়াওয়ে যে ডিভাইসটি নতুন অপারেটিং সিস্টেমে বাজারে ছাড়বে সেটির দাম হতে পারে দুই হাজার চাইনিজ ইউয়ান বা ২৮৮ মার্কিন ডলার। এটা স্মার্টফোন বাজারে একেবারে বাজেট ফোন হিসেবে নিয়ে আসছে হুয়াওয়ে।
নতুন অপারেটিং সিস্টেমে ডিভাইস আনার ব্যাপারে সোমবার পর্যন্ত কোন মন্তব্য করেনি হুয়াওয়ে।
এর আগে হুয়াওয়ে তাদের হংমেং অপারেটিং সিস্টেমটি নিয়ে আসার কথা জানালেও পরে আবার তারা কথা বদলে বলেছিল, সিস্টেমটি তারা ইন্টারনেট অব থিংকসের জন্য ব্যবহার করবে।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের অর্ধবার্ষিকীর আয়ের হিসাব প্রকাশ অনুষ্ঠানে জানায়, তারা এখনো গুগলের অপারেটিং সিস্টেমকেই গুরুত্ব দিচ্ছে। নিজেদের অপারেটিং সিস্টেমের জন্য একটা সুদূর প্রসারী চিন্তা করে রেখেছে।