মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ কল শোনার অভিযোগ
এবার মাইক্রোসফটের বিরুদ্ধে স্কাইপ ব্যবহারকারীদের কথোপকথন শোনার অভিযোগ উঠেছে ।
ট্রান্সলেশন সফটওয়্যারের মাধ্যমে অনুবাদ করা কথোপকথন শুনে থাকেন মাইক্রোসফটের নিয়োগকৃত থার্ড পার্টি প্রতিষ্ঠানের কর্মীরা। এর মাধ্যমে অনুবাদগুলোর যথার্থতা যাচাই করেন তারা।
প্রযুক্তি বিষয়ক সাইট মাদারবোর্ডের জানিয়েছে, অনুবাদ করা স্কাইপ কলের কথোপকথনের অডিও রেকর্ড তারা পেয়েছে। রেকর্ডটি এক প্রেমিক যুগলের। সেখানে সম্পর্কের নানা সমস্যা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তাদেরকে কথা বলতে শোনা যায়।
মাদারবোর্ড আরও জানিয়েছে, চুক্তি ভিত্তিতে কাজ করা কর্মীরা মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানাকে দেওয়া ভয়েস কমান্ডও শুনে থাকেন।
এ বিষয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ভয়েস ডেটা সংগ্রহ করা হয়।
ব্যবহারকারীদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েই অনুবাদের মান যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। যেমন পরিচয় বা কথোপকথন গোপন রাখতে আমরা তাদের সঙ্গে চুক্তিও করি।
থার্ড পার্টি প্রতিষ্ঠান তাদের হয়ে কাজ করবে- এটা মাইক্রোসফটের নীতিমালায় স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বদলে কোনো ব্যক্তি এই কথোপকথন শুনবে তা বলা হয়নি নীতিমালায়।
Subscribe to:
Post Comments (Atom)
Komentar (0)
Post a Comment