অ্যান্ড্রয়েড ওয়ানে আসছে না মটোরোলা জুম
কিছুদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে মটোরোলার নতুন স্মার্টফোন ওয়ান জুম নিয়ে।
ফোনটিতে বিশেষ নজর রেখেছেন অনেকেই। কারণ, ফোনটিতে থাকছে চারটি ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং। তাই এর আদালা কদর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু গত সপ্তাহে ফাঁস হওয়া খবর থেকে ফোনটি সম্পর্কে অনেক কিছু জানা গেছে। তবে নতুন কিছু তথ্য ফাঁস হয়েছে মঙ্গলবার।
নতুন সেসব তথ্য থেকে যেটি জানা যাচ্ছে তা হলো, ফোনটিতে অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম থাকছে না।
রোনাল্ড কোয়ান্ডট তার টুইটার অ্যাকাউন্টে ফোনটি সম্পর্কে অনেক তথ্য জানিয়েছে। তিনি এই প্রথম বললেন, ফোনটির নাম মটোরোলা ওয়ান প্রো হচ্ছে না। হচ্ছে মটোরোলা ওয়ান জুম।
তিনি বলেছেন, ফোনটির নামের সঙ্গে ওয়ান যুক্ত থাকলেও এর অপারেটিং সিস্টেম ওয়ান হচ্ছে না।
ফোনটিতে অ্যামাজনের অ্যালেক্স ইন্ট্রিগ্রেশন থাকছে আগে থেকেই।
ডিভাইসটির পিছনে থাকছে চারটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর।
এছাড়াও থাকতে পারে চার জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি কার্ডে বাড়ানো যাবে স্টোরেজ।
ফোনটির দাম হতে পারে ৪৪৫ মার্কিন ডলার।
Komentar (0)
Post a Comment